আমার জীবনে ঘটে যাওয়া ছোটখাটো কিছু অসংজ্ঞায়িত ঘটনার মধ্যে সবচেয়ে ভয়ংকর ঘটনাটি আজকে আপনাদের সাথে শেয়ার করবো । খুলনা থেকে ফিরছিলাম । দুপুরের দিকে রওনা হয়েছি । জ্যামের কারণে আর ফেরি মিস করায় ঢাকায় আসতে আসতে রাত প্রায় ১ টা বেজে গেলো । তাড়াতাড়ি বাসায় আসার জন্য রেললাইনের পাশ দিয়ে হাঁটা ধরলাম । আকাশে ঝকঝকে চাঁদ । মানুষজন একদমই নেই । কিছুদূর আগানোর পরে একটা গাছের নিচে দেখলাম কয়েকজন মানুষ নাড়াচাড়া করছে । আরেকটু এগুতে স্পষ্ট দেখলাম জিনিসগুলো । নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না । দেখলাম অর্ধেক অর্ধেক শরীর কাটা কিছু মানব দেহ গড়াগড়ি করছে । কয়েকটার গলা শরীর থেকে আলাদা । কয়েকটার শরীর ৪-৫ খণ্ড । তারা সবাই খুব কষ্ট করে টেনে টেনে নিজেদের শরীর রেললাইনের দিকে নিয়ে যেতে চাচ্ছিল । আমার মাথা ঘুরে গেলো এই দৃশ্য দেখে । আকাশে স্পষ্ট জোছনা । পরিষ্কার দেখলাম সব । সাথে সাথে আল্লাহু আকবর বলে এক চিৎকার দিয়ে পিছনে ঘুরে দৌড় মারলাম । তাড়াতাড়ি বাসের কাউন্টারে এসে দেখি কিছু মানুষ এখনো বসে আছে । ভোরের আলো ফুটলে যাবে । তাদের সাথে রাতটা কাটিয়ে দিলাম । পরদিন সকালে বাসায় ফিরে সবাইকে বললাম এই কথা । আমার ছোট মামা একজন ট্রেনের টিটি । উনি বললেন ট্রেনের রাস্তার পাশে নাকি অনেক সময়ই এমন কিছু দেখা যায় । মাঝে মাঝেই ট্রেন চালক বা এদের সাথের মানুষরাও অনুভব করেন এদের অস্তিত্ব । হতে পারে এরা ট্রেনে কাটা পড়ে অকালে মরে যাওয়া মানুষগুলো জাদের আত্মার শান্তি হয় নি । আমার জীবনে আরও কিছু ঘটনা আছে । আপনাদের ভাল লাগলে শেয়ার করবো । যা সত্য এবং সেই রাতে দেখেছিলাম তাই শেয়ার করলাম ।
শনিবার, ৭ অক্টোবর, ২০১৭
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Author Details
গল্প পড়তে বা শুনতে কে না ভালোবাসে,সেই ছোট্ট বেলায় দাদির কোলে,নানির কোলে, বা অন্য কারো কোলে ঘুমিয়ে ঘুমিয়ে বা চোখ কান খাড়া করে, বৃষ্টি বা শীতের রাতে খাতা মুরি দিয়ে অথবা চাঁদনি রাতে উঠোনে বা ছাদে পাটি বিছিয়ে গল্প কিচ্ছা শুনেনি এমন কোন মানুষ পাওয়া যাবে না।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
HELLO! VISITOR