শিমুল গাছটায় বেয়ে বেয়ে উঠছে... আম্মুর কাছ থেকে শোনা আরও একটি গল্প । আমি আবার আম্মুর হয়ে বলছি । আমাদের বাড়ির বর্ণনা আগেই দিয়েছি । বাড়ির পাশে যে জঙ্গল ছিল তার থেকে একটু দুরে একটি ধান ক্ষেতের মাঝে ছিল ২ টি বড় শিমুল গাছ । এর আশে পাশে কোন বাড়ি ছিলনা, শিমুল গাছ ছাড়া আর কোন গাছও ছিলনা । এবারের গল্প সেই গাছ কে ঘিরে । আমার বয়স তখন ১১ কি ১২ হবে । সে সময় আমাদের গম চাষ করা হত । যখন গম ক্ষেতে বুনা (ছিটানো) হত তখন চারা গজানোর আগ পর্যন্ত পাহারা দিতে হত । কারন, পাহারা না দিলে সব গম গুলো সকাল বেলার পাখিরা খেয়ে ফেলত । যে প্রতিদিন পাহারা দিত সে কোন একটা কারনে বাড়ীতে ছিলনা । ফলে আমাকে বলা হল ক্ষেত পাহারে দিতে । আমি সকাল সকাল চলে গেলাম গম ক্ষেত পাহারে দিতে । আমি ক্ষেতের এক কোনায় বসে আছি । এমন সময় দেখি সাদা কাপড় পরা একটি মহিলা মস্ত বড় গাছটায় বেয়ে বেয়ে উঠছে । আমি ভয় পেয়ে গেলাম যখন দেখলাম তার চুল গাছের উপর থেকে নিচ পর্যন্ত লম্বা আর সে কাঁটাওয়ালা শিমুল গাছটায় বেয়ে বেয়ে উঠছে । কেননা এত বড় চুল কোন মানুষের হতে পারেনা এবং কাঁটাওয়ালা গাছে মানুষের পক্ষে অনায়াসে উঠা সম্ভব না । আমি অজ্ঞান হয়ে গেলাম । যখন জ্ঞান ফিরল তখন দেখলাম আমার পাশে অনেক মানুষ । সবাই প্রশ্ন করছে কি হয়েছিল । তারপর আমি সবাইকে বিষয় টা বললাম । শিমুল গাছ গুলো এখনও আছে কিন্তু আর কোন সমস্যা হয়নি ।
শনিবার, ৭ অক্টোবর, ২০১৭
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Author Details
গল্প পড়তে বা শুনতে কে না ভালোবাসে,সেই ছোট্ট বেলায় দাদির কোলে,নানির কোলে, বা অন্য কারো কোলে ঘুমিয়ে ঘুমিয়ে বা চোখ কান খাড়া করে, বৃষ্টি বা শীতের রাতে খাতা মুরি দিয়ে অথবা চাঁদনি রাতে উঠোনে বা ছাদে পাটি বিছিয়ে গল্প কিচ্ছা শুনেনি এমন কোন মানুষ পাওয়া যাবে না।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
HELLO! VISITOR