স্পেশাল সম্পদনা আবশ্যক - bangla story

ads

test banner Web hosting

সর্বশেষ পোস্টকৃত গল্প

Post Top Ad

test banner

Post Top Ad

infaj banner

শুক্রবার, ১৭ নভেম্বর, ২০১৭

স্পেশাল সম্পদনা আবশ্যক

বিয়ে করার পূর্বে
এই কাহিনীটা ভাল করে মনে রাখবেন…
:
এক যুবক তার যৌবন কে সারাটা
জীবন খারাপ কাজে ব্যয় করেছে।
এবার তার বিয়ের সময় হয়েছে কিন্তু তার মনে একটাই চিন্তা আমি খারাপ হলেও ভাল একটা
মেয়ে বিয়ে করব তা যেভাবেই হোক
না কেন।
:
এমন চিন্তা করে সে এক জায়গায় পাএী দেখতে গেল।সে দেখল মেয়ে খুব সুন্দরী। বিয়ে করতে ইচ্ছে
হল। বিয়ের তারিখ ও ঠিক হয়ে গেল।
:
কিন্তু ছেলের মনে একটাই চিন্তা
মেয়ে ভাল হওয়া লাগবে।তাই এবার সে মেয়ের কাছাকাছি গিয়ে বলল আমি ত
তোমাকে বিয়ে করবই।তার আগে আস
আমরা নতুন পার্কে গিয়ে ঘুরে আসি।
মেয়ে রাজী হল না। অনেক চেষ্টা
করে রাজী করাল।
: তারা নতুন নতুন জায়গা দেখল।
যুবকটি এবার মেয়েটিকে গোপন
জায়গায় নিয়ে খারাপ কাজের
প্রস্তাব দিল। মেয়েটি চিন্তা
করল। সে তো আমাকেই বিয়ে করবে।
তাই সে সব দিয়ে দিল।যুবক কাজ শেষে চিন্তা করল যেই মেয়ে বিয়ের আগেই আমাকে সব দিয়ে দিল'সেই
মেয়ে না জানি আরো কতজনকে দিয়ে
হয়েছে।তাই সে চিন্তা করল এই
মেয়ে বিয়ে করবে না।
: সে চলে গেল আরেক জায়গায়
পাএী দেখতে। সেখানেও এরকম
ঘটনা ঘটল। এভাবে সে ছয়টা
মেয়ের ইজ্জত নষ্ট করেছে।
:
সে এবার নিরাশ হয়ে তার পিরের কাছে সব ঘটনা খুলে বলল। পীর
তাকে একটা তাবীজ দিয়া দিলেন।
এবার সে এক জায়গায় গেল
পাএী দেখতে।
:
মেয়ে খুব সুন্দরী তাই তার বাবা বিয়ের দিন ঠিক করল। কিন্তু
ছেলের চিন্তা হল মেয়ে খাটি
হতে হবে। তাই পরীক্ষা করার
জন্য পুর্বের মত তাকে ও পার্কে
জাওয়ার জন্য প্রস্তাব দিল।
: মেয়েটি এই প্রস্তাব শুনে আগুনের
মত ক্ষেপে গিয়ে বলল'খবরদার
আমরা ধার্মিক পরিবারের মেয়ে।
বিয়ের আগে এ কাজ করব না।
চলে যাও এখান থেকে। যুবকটি
চিন্তা করল এই মেয়ে না জানি আরো কত যুবককে তারিয়ে দিয়েছে।
:
অনেক চেষ্টা করে তাকে বিয়ে করে
বাসর রাতে খুব কাছাকাছি গিয়ে
জিগ্গেস করল; আচ্ছা বউ বিয়ের
আগে পার্কে গিয়ে তোমাকে ভোগ করতে চেয়েছিলাম তখন তুমি দাওনি এখন
তো তুমি সবই দিয়ে দিচ্ছ।ধমক
দিয়ে লাভটা হইলো কি?
:
বউ এবার নরম সুরে স্বামীর
মাথায় হাত রেখে বলছে স্বামীগো আল্লার কসম তোমার আগে আরো
ছয়জন পুরুষ আইসা আমারে বিয়ার
কথা বলে ছয়বার নষ্ট করছে।
:
এরপর চিন্তা করলাম বিয়ের আগে
আর কাউকে দিবনা। তাই তোমাকেও দেইনি।
স্বামী কপালে হাত দিয়া
বলল তাবিজ দিয়া লাভটা হইল কি?
যেমন কর্ম তেমন ফল।
:
তাই আসুন নিজেকে পবিএ করি।
নতুবা এরকমই হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

HELLO! VISITOR

Post Top Ad

test banner