ধৈর্যের পুরস্কার - bangla story

ads

test banner Web hosting

সর্বশেষ পোস্টকৃত গল্প

Post Top Ad

test banner

Post Top Ad

infaj banner

শনিবার, ১৮ নভেম্বর, ২০১৭

ধৈর্যের পুরস্কার

একটি বিলে ছিল দুটো টাকি মাছ ৷ বর্ষার মৌসুমে পানির সাথে তারা চলে আসলো একটি জমিতে ৷ সুখেই কাটছিলো তাদের সংসার ৷কিছুদিন পরেই পানি নেমে গেলো ৷ আটকাপড়ে গেলো মাছ দুটো জমিটির ভিতর ৷আসন্ন বিপদ বুঝতে বাকি রইলো না তাদের৷স্ত্রী মাছটি বললো- হায় এখন কি হবে আমাদের? আমরা তো পানির অভাবে মরে যাবো ৷স্বামী মাছটি বললো- আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না , তিনি নির্ধারন করে রেখেছেন কিভাবে আমরা মারা যাবো৷ তার উপর ভরসা রাখো ৷এদিকে ঐ জমিতে এক রাখাল আসলো ঘাস কাটতে ৷ মাছ দুটো দেখতে পেয়ে ধরে নিয়ে আসলো ৷ তার মাকে দিলো রান্না করতে ৷রাখালের মা বাড়ির উঠানে বসে বটি নিয়ে আসলো মাছ কুটতে ৷এবার স্ত্রী মাছটি কাঁদতে কাঁদতে বললো-এবার কি হবে? এখনতো আমাদের শরীর কে কেটে টুকরো টুকরো করা হবে৷স্বামী মাছটি আবারো একই কথা বললো ,ধৈর্য্য ধারন করতে। এদিকে রাখালের মা পিচ্ছিল মাছ ধরতেনা পেরে ছাই আনতে ঘরে গেলো, ঠিক তখন একটি চিল এসে ছোঁ মেরে নিয়ে গেলো মাছ দুটো ৷এখন স্ত্রী মাছটি আরো ভয় পেয়ে বললো- এবার কে বাঁচাবে আমাদের? স্বামী মাছটি বললো- এতোগুলো বিপদ থেকে যে আল্লাহ আমাদের বাঁচালেন তিনি বাঁচাবেন ৷ ভরসা হারিয়ো না ৷এরপর চিলটি যখন নদীর পাশে বিশাল গাছটির দিকে যাচ্ছিলো তখন অন্য একটি চিল এসে মাছের জন্য মারামারি শুরু করলো, আর তখন ঠিক বিশাল নদীর মাঝামাঝিতে এসে মাছ দুটো পড়ে গেলো পাখির পা থেকে ৷এভাবেই তারা ছোট বিল থেকে এসে পড়লো বিশাল নদীতে৷ ধৈর্যের পুরস্কার পাওয়ায় মাছ দুটো মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানালো৷ দুজনই বললো - আলহামদুলিল্লাহ ৷গল্পটির শিক্ষা: সকল অবস্থাতেও আল্লাহর উপর ভরসা রাখতে হবে৷ কোন কোন বিপদ, মুক্তির উছিলা মাত্র৷#আমিন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

HELLO! VISITOR

Post Top Ad

test banner