অামি রাহাত। কোন এক অজানা কারনে অাজ দৃষ্টির সাথে অামার ব্রেকঅাপ হয়ে গেলো। খুব কষ্ট হচ্ছে, নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। মনে হচ্ছে চারদিকে সব অন্ধকার হয়ে যাচ্ছে এমন সময়....
°•
°•
→ স্যার অামায় একশো ট্যাকা দিবেন...!! (৫-৬ বছর বয়সী একটা বাচ্চা)
-- টাকা দিয়ে কি করবা বাবা?
→ অামি অসুস্থ স্যার, ডাক্তার দেখামু...
°•
°•
°•
অাসলে অামি বাচ্চাটার দিকে ভালোভাবে লক্ষ ই করি নি। মন ভালো না থাকলে যা হয় অারকি। বাচ্চাটার কথা শুনে অামি ওর শরীরের দিকে লক্ষ করলাম....
°•
°•
→ কি হলো স্যার দিবেন না টাকা ?
-- বাবা অামার কাছে টাকা নেই। কাল বিকেল ৪ টায় এখানে এসো অামি নিজে তোমায় ডাক্তারের কাছে নিয়ে যাবো।
→ ঠিক অাছে স্যার...
°•
°•
অতঃপর অামি বাসায় এসে না খেয়েই ঘুমিয়ে পরলাম। পরদিন ৪ টার অাগেই সেখানে পৌছে গেলাম। দেখি বাচ্চাটি অাসতেছে। ওকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার বললো ওর খাদ্যে ভেজাল ছিলো তাই পেটের সমস্যা হয়েছে।
°•
°•
অামি বাচ্চাটার দিকে লক্ষ করে দেখলাম ওর শরীরে নোংরা কাপড় চোপর। ধুলোবালিতে ভরা।
°•
°•
→ বাবা তোমার শরীর তো ধুলোবালিতে ভরা। এতো নোংরা থাকলে তোমার রোগ তো ঠিক হবে না। তোমার মা কে বলবা জামা-কাপড় ধুয়ে পরিষ্কার করে দিতে।
-- অামার মা নেই স্যার। অামার মা মারা গেছে।
°•
°•
অামি কিছু বলতে পারছিলাম না। মনে হচ্ছিল বাকশক্তি হারিয়ে ফেলেছি।
°•
°•
দৃষ্টির সাথে ব্রেকঅাপ হওয়াতে যতটা না কষ্ট পেয়েছি তার চেয়ে বেশি কষ্ট পেলাম এই বাচ্চাটি যখন বলেছিলো "অামার মা নেই"
°•
অাসলে "অামার মা নেই" কথাটি ই মনে হয় একজন মানুষের সবচেয়ে কষ্টের কথা।
রবিবার, ১২ নভেম্বর, ২০১৭
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Author Details
গল্প পড়তে বা শুনতে কে না ভালোবাসে,সেই ছোট্ট বেলায় দাদির কোলে,নানির কোলে, বা অন্য কারো কোলে ঘুমিয়ে ঘুমিয়ে বা চোখ কান খাড়া করে, বৃষ্টি বা শীতের রাতে খাতা মুরি দিয়ে অথবা চাঁদনি রাতে উঠোনে বা ছাদে পাটি বিছিয়ে গল্প কিচ্ছা শুনেনি এমন কোন মানুষ পাওয়া যাবে না।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
HELLO! VISITOR