বাতাস_থেকে_সাবধান‬!!! - bangla story

ads

test banner Web hosting

সর্বশেষ পোস্টকৃত গল্প

Post Top Ad

test banner

Post Top Ad

infaj banner

রবিবার, ১২ নভেম্বর, ২০১৭

বাতাস_থেকে_সাবধান‬!!!

আজকে চেম্বারের শেষ রুগী দেখলাম,
২১ বৎসরের একটা মেয়ে... অবিবাহিত।
রুগী'র কমপ্লেইন হলো, গত ৩ মাস যাবত
তার পিরিয়ড বন্ধ এবং সাথে এক ডাক্তারের
৩ মাস পূর্বের প্রেসক্রিপশন দেখিয়ে অভিযোগ
করলো, ঐ ডাক্তারের ঔষুধ খেয়েই তার
এই সমস্যা হইছে!
পেসক্রিপশনে দেখলাম UTI-এর চিকিৎসা
দেওয়া। রুগী ও তার মা'কে বুজানো'র
চেষ্টা করলাম যে, ঐ ঔষুধ গুলোতে
এই রকম হওয়ার কোন সম্ভাবনাই নাই।
ব্যর্থ হলাম...
তারা তাদের অভিযোগে ই অটল।
যাইহোক, কথা না বাড়িয়ে একটা
তলপেটের USG ও প্রস্রাবের রুটিন
পরিক্ষা করতে বললাম।
USG করতে গিয়ে দেখি.. ১২ সপ্তাহের
Pregnancy....
আমি অবাক হলাম না, এই রকম
অনেক দেখেছি!
মেয়ে এবং তার মা'কে বলার সাথে সাথে
মেয়ে লাফ দিয়ে উঠলো USG বেড থেকে,
'কি বলেন এইসব? আম্মা গো, আম্মা
এই ডাক্তার এই সব কি বলে!
কি ভাবে সম্ভব!! আম্মা বিশ্বাস করো...
ডাক্তার সাব বিশ্বাস করেন, আমার
এই রকম কোন কিছুই ছিলো না।
আল্লাহ্ গো আল্লাহ্..
তুমি আমারে একি শুনাইলা....
'কাঁদতে কাঁদতে প্রায় অজ্ঞান হয়ে
যাওয়ার দশা।
মা'র দিকে তাকালাম
দৃষ্টি দেখে মনে হলো, দুনিয়াতে নাই।
বললাম, 'মেশিনে যা দেখা যাচ্ছে, যা সত্যি,
তাই আমি বলছি... এতে কোন ভুল নেই।
এইবার আমার অবাক হবার পালা...
মা বলছেন, 'ঐ তুই কাঁদিস না..
কাঁদিস না, বাতাসে এই রকম হইছে...
আলগা বাতাস.. খারাপ বাতাসে,
কাঁদিস না...
এইবার মেয়ে সুযোগ পেয়ে গেলো,
'হ..আম্মা..হ.... আমি তোমারে
৩ মাস আগে একবার বলছিলাম না?
আমি ঘরে শুয়ে থাকা অবস্থায়
একটা কি রকম জানি বাতাস.............
আমার গায়ে লাগছিলো,
তখন থেকেই তো আমার শরীর
অসুস্থ হইতে শুরু করলো..না..আম্মা?
ডাক্তার সাব, এখন এইটা কি করা
যাইবো... আল্লাহ্ গো তুমি আমারে
মাইরা ফালাও.. উঠাইয়া নাও....
আমি দেখলাম বিপদ.. এতো চেম্বারই
উঠাইয়া ফেলতেছে,
'শুনেন, বাতাসে হইছে না কিসে হইছে
এটা আমার জানার দরকার নাই..
আপনার পেটে বাচ্চা আছে
এটাই এখন সত্যি.... আর MR করানোর
সময়ও পার হয়ে গেছে, এখন বাচ্চা নষ্ট
করতে চাইলে Abortion করাতে হবে....
গোপনে কোথাও করাইয়া ফেলেন।
আরও কিছুক্ষন কান্নাকাটি -
রোনাজারি'র পর চেম্বার থেকে
তারা বের হয়ে যাওয়ার সময়,
মেয়ের মা'কে ডেকে বল্লাম,
'শুনেন এইসব আলগা বাতাস-টাতাস
বাদ দিয়ে.. কার বাতাসে হইছে,
মেয়ের থেকে বের করেন এবং পারলে
তার সাথে বিয়ে দিয়ে দেন।
মা, 'হ..বুজছি..' বলে
হন হন করে হাটা দিলেন।
আমি বসে বসে কিছুক্ষন ভাবলাম,
'হায়রে বাতাস... আজকাল বাতাসে
কি না হয়!.. কারো মাথার সব চুল উড়ে
যায়... আবার কারো পেটে বাচ্চাও হয়!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

HELLO! VISITOR

Post Top Ad

test banner