ভালোবাসা এবং সন্দেহ.. - bangla story

ads

test banner Web hosting

সর্বশেষ পোস্টকৃত গল্প

Post Top Ad

test banner

Post Top Ad

infaj banner

রবিবার, ১২ নভেম্বর, ২০১৭

ভালোবাসা এবং সন্দেহ..





নিলয়-তুমি কাল রাতে কথা না বলে ঘুমাইছো
কেন?
সুমি-তোমার মত ছেলের সাথে আর কথা বলতে
আমার ইচ্ছে করেনা।
নিলয়-নতুন কাওকে পাইছো তাহলে?
সুমি-হা।
নিলয়-বেষ্ট অফ লাক।
..
এরপর পাঁচ দিন তাদের দুই জনের যোগাযোগ ছিলনা।
সুমি পাঁচ দিন পর নিজ থেকে নিলয়কে ফোন দিল
কিন্তু নিলয় কল রিসিভ করলনা।
..
সুমি যানে নিলয় অনেক কষ্টের মধ্যে আছে কিন্তু
তার অভিমানটা একটু বেশি..আর যতদিন সুমির
প্রতি অভিমান থাকবে ততদিন সে সুমির সাথে
কোন যোগাযোগ রাখবেনা কিন্তু নিজেই কষ্টের
মধ্যে থাকবে।
..
নিলয় এই কয়দিন রাতে ঘুমাবেনা..ঠিকমত
খাবেনা..সিগারেট খাবে..নিজেকে নিজে কষ্ট
দিয়ে দিনগুলো পার করবে...সুমি নিলয়ের এসব
কর্মকান্ড ভালো করে যানে।
..
কিছুদিন পর সুমি তার বান্ধবীকে নিয়ে নিলয়ের
কলেজ এ যায় এবং নিলয়কে ডেকে নিয়ে একটি
কপিশপে যায়।
..
সুমি-সমস্যা কি আপনার?কল দিলে কল রিসিভ
করেননা কেন?
নিলয়-তোমার লাইফে অন্য কেও অাসছে তাই
ডিষ্টাব করছি না।
সুমি-থাপরাইয়া দাঁত ফেলে দিবো...নিজেকে কি
মনে কর?আমার কষ্ট হচ্ছে সেটা বুঝনা কেন?
নিলয়-তুমি না বলছো তোমার লাইফে নতুন কেও
আসছে?(অভিমানের সুরে)
সুমি-সেটাত রাগ করে বলছি।
..
আসলে তাদের সে দিনের ঝগড়ার জন্য দায়ী ছিল
নিলয়...সুমি যদি মেসেন্জারে তার কোন ফেন্ডের
সাথে কথা বলত তাও সেটা মেনে নিতনা
নিলয়...সুমি যদি কোন বিয়েত যেত আর যদি বেশি
সাজ-গোজ করত তবে নিলয় তা পছন্দ
করতনা..কলেজে কোন ছেলে ফেন্ড থাকুক নিলয়
সেটা পছন্দ করতনা এবং সুমি তার কোন মামাত-
খালাত ভাইয়ের সাথে কথা বলা-ফেইসবুকে
চ্যাটিং করা এসব কিছু নিতে পারতনা।
..
নিলয় চাইতো...সুমির কোন ছেলে ফেন্ড থাকতে
পারবেনা...বেশি সাজ-গোজ করলে যদি অন্য কোন
ছেলে প্রপোজ করে বসে...খালাত-মামাত ভাই
গুলোর সাথে যদি বেশি ফ্রী হয় তবে
সমস্যা...ফেইসবুকে নিলয়ের আইডি ছাড়া অন্য
কোন আইডি থাকতে পারবেনা।
..
নিলয়ের এসব কিছু সুমি পছন্দ করত না তাই তাদের
মধ্যে এসব নিয়ে প্রায় ঝগড়া হত।
এখানে সমস্যা হচ্ছে নিলয় সুমিকে অন্য কারো
সাথে শেয়ার করতে পারতনা...বেশি
ভালোবাসলে যা হয় আরকি?
..
অবশেষে নিলয় যখন সুমিকে এসব বুঝিয়ে দেয় তখন
সুমি বিষয়টা বুঝতে পারে...আর সুমি তখন ছোট্ট
একটা সরি বলে নিলয়ের কাদে মাথায় রাখল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

HELLO! VISITOR

Post Top Ad

test banner