>> মুন এই মুন উঠো...
>> না,, আম্মু বাহিরে অনেক শীত এতটু পলে উঠি??
>> না, সোনা উঠো... দেখো কি হইছে....
>> কি হইছে?? মুন্তি আপু আসছে??
>> না আসে নাই....
>> তো??
>> তোমার নানু ভাপা পিঠা বানাইছে...
>> আমি খাবো না তো...
>> কেনো?? কি হইলো?? জ্বর আসছে নাকি??
>> না আম্মু আমাল মুন্তি আপু চাই
>> হ্যা,, আসবে ওরা...
>> চল.... আগে ব্রাশ করবো.....
.
কিছুক্ষণ পর.......
.
>> নানু আমি এত বড় পিঠা খাবো না
>> হ্যা,, এই নেও তোমার পিচ্চি পিঠা....
>> নানু ছোট মামা কে পিঠা দিবা না
>> কেনো??
>> মামা আমাকে সাইকেলে নেয় নাই
>> আচ্ছা দিবো না
>> মামা,, কি খাও??
>> তোমার সাথে কথা নাই
>> কেনো?? আচ্ছা কথা না বললা একটু পিঠা দাও
>> না,না, আমার ভাপা পিঠার শুধু কলিজা আছে,, আমি দিবো না
>> একটু,, দেখো আমার মুখে পানি এসে গেছে...
>> না,না আমি একটুও দিবো না
>> আচ্ছা না দিলা দেখো গাছের ডালে কি...
>> কই কি?? মামা আমি তো কিছুই দেখি না... মামা...
>> আম্মম্মম্মম্মমুউউউউ
>> এই এই কি হইছে?? মুরগী ঠোকর দিছে??
>> না,, ছোট্ট মামা আমার ভাপা পিঠার কলিজা নিয়া গেছে.....
.
.
>> কিরে?? খাওয়ার অভ্যাস টা এখনো একই আছে??
খালামণির কথায় ঘোর কাটে মুনের...
>> হ্যা,, এখনো একই ভাবে খায়... সারা পিঠা খেয়ে মাঝের গুড় অংশ পরে খায়....
>> আচ্ছা মুক্তি তোর মনে আছে আমাদের ছোটবেলার কথা??
>> হ্যা,, মনে থাকবে না?? তুই যে দস্যিরাণী ছিলি....
>> এখন কি কমেছে??
>> না,, তুই আর তোর ভাপা পিঠার কলিজা... এর জন্য মামাকে একদিন পুরো পাড়া খুজেছিলি......
>> হ্যা... মামাই তো সব সময় আমার ভাপা পিঠার কলিজা নিয়া যায়. ....
>> হ্যা সে তো পনেরো বছর আগের কাহিনী...
>> মামা আজো কি বদলেছে??
>> এখন তো বিয়ে করেছে.... তো বদলে গেছে...
>>মুক্তি তোর ও তো বিয়ে হয়েছে তুই বদলেছিস??
>> আরে মামা রা দেখো দেখো গাছে যেনো কি বসেছে.....
>> কই কি বসেছে??
>> মামা কিছুই তো দেখি না??
>> মুক্তি রে...... মামা তোর কলিজা নিছে...
>> খালি আমার না তোর প্লেটেও নাই....
>> আজকে মামা রে ছাড়বো না.....
.
এই বলে মামার পিছনে দৌড়াতে থাকে মুন আর মুক্তি....
.
>> এই এই কি হইছে??
>> আপনার ছোট ভাই ওদের পিঠা নিয়া গেছে...
>> আরে সেতু চিন্তা করো না... এটা ওদের জন্য নতুন কিছু না....
.
কিছু সম্পর্ক কোনদিন বদলে যায় না... সময়ের স্রোত কে হার মানিয়েও টিকে থাকে......
ক
রবিবার, ১২ নভেম্বর, ২০১৭
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Author Details
গল্প পড়তে বা শুনতে কে না ভালোবাসে,সেই ছোট্ট বেলায় দাদির কোলে,নানির কোলে, বা অন্য কারো কোলে ঘুমিয়ে ঘুমিয়ে বা চোখ কান খাড়া করে, বৃষ্টি বা শীতের রাতে খাতা মুরি দিয়ে অথবা চাঁদনি রাতে উঠোনে বা ছাদে পাটি বিছিয়ে গল্প কিচ্ছা শুনেনি এমন কোন মানুষ পাওয়া যাবে না।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
HELLO! VISITOR